পাতা:কাব্যগ্রন্থ (তৃতীয় খণ্ড).pdf/১৫৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

আয়রে ঝঞ্জা পরাণবধূর আবরণরাশি করিয়া দে দূর, করি লুণ্ঠন অবগুণ্ঠন বসন খোল । দে দোল দোল । প্রাণেতে আমাতে মুখোমুখি আজ চিনি লব দোহে ছাড়ি’ ভয় লাজ, বক্ষে বক্ষে পরশিব দোহে ভাবে বিভোল । দে দোল দোল । স্বপ্ন টুটিয়া বাহিরেছে আজ দুটো পাগোল । দে দোল দোল । ১৫ই চৈত্র, ১২৯৯ । > 8X