পাতা:কাব্যগ্রন্থ (তৃতীয় খণ্ড).pdf/২৩৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সোনার তরী ঝলিতেছে জল তরল অনল, গলিয়া পড়িছে অস্বরতল, দিকবধূ যেন ছল ছল আঁখি অশ্রুজলে, হোথায় কি আছে আলয় তোমার উৰ্ম্মিমুখর সাগরের পার, মেঘচুম্বিত অস্তগিরির চরণতলে ? তুমি হাস শুধু মুখপানে চেয়ে কথা না বলে । হুহু করে’ বায়ু ফেলিছে সতত দীর্ঘশ্বাস । অন্ধ আবেগে করে গজক্তন জলোচ্ছ,াস । ংশয়ময় ঘননীল নীর কোনো দিকে চেয়ে নাহি হেরি তীর, অসীম রোদন জগৎ প্লাবিয়া তুলিছে যেন ; তারি পরে ভাসে তরণী হিরণ, তারি পরে পড়ে সন্ধ্যা-কিরণ, SRS” о