পাতা:কাব্যগ্রন্থ (তৃতীয় খণ্ড).pdf/৩০২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
চিত্রা

“পরদেশে গিয়ে কেষ্টারে নিয়ে
কষ্ট অনেক পাবে”!
আমি কহিলাম, “আরে রাম রাম!
নিবারণ সাথে যাবে।”
রেলগাড়ি ধায়;—হেরিলাম হায়
নামিয়া বর্দ্ধমানে—
কৃষ্ণকান্ত অতি প্রশান্ত
তামাক সাজিয়া আনে।
স্পর্দ্ধা তাহার হেনমতে আর
কত বা সহিব নিত্য।
যত তা’রে দুষি’ তবু হ’নু খুসি
হেরি পুরাতন ভৃত্য।

নামিনু শ্রীধামে; দক্ষিণে বামে
পিছনে সমুখে যত
লাগিল পাণ্ডা, নিমেষে প্রাণটা
করিল কণ্ঠাগত।
জন ছয় সাতে মিলি এক সাথে
পরম বন্ধুভাবে
করিলাম বাসা, মনে হ’ল আশা
আরামে দিবস যাবে।

২৮৬