পাতা:কাব্যগ্রন্থ (ষষ্ঠ খণ্ড).pdf/১১২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রাজা ও রাণী ইলা যখন তোমার কাছে হুমিত্রার কথা শুনি বসে, মনে মনে ব্যথা যেন বাজে । মনে হয় সে যেন আমায় ফাকি দিয়ে চুরি করে রাখিয়াছে শৈশব তোমার গোপনে আপন কাছে । কভু মনে হয় যদি সে ফিরিয়া আসে, বালা-সহচরী ডেকে নিয়ে যায় সেই স্থখশৈশবের খেলাঘরে, সেথা তারি তুমি । সেথা মোর নাই অধিকার । মাঝে মাঝে সাধ যায় তোমার সে সুমিত্রারে দেখি একবার ! কুমারসেন সে যদি আসিত, আহা, কত হুখ হ’ত ! উৎসবের আনন্দ-কিরণখনি হ’য়ে দীপ্তি পেত পিতৃগৃহে শৈশবভবনে । অলঙ্কারে সাজাত তোমারে, বাহুপাশে বাধিত সাদরে, চুরি করে হাসিমুখে দেখিত মিলন । আর কি সে মনে করে আমাদের ? পরগুহে পর হয়ে আছে ! ്br