পাতা:কাব্যগ্রন্থ (ষষ্ঠ খণ্ড).pdf/১২৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চতুর্থ অঙ্ক সেনাপতি শুধু জয়সেন । কর্তা সেই বিদ্রোহের । সৈন্যবল তা’র সব চেয়ে বেশি । বিক্রমদেব চল তবে সেনাপতি, তা’র কাছে । আমি চাই উদগ্র সংগ্রাম, বুকে বুকে বাহুতে বাহুতে—অতি তীব্র প্রেম-আলিঙ্গন সম । ভালো নাহি লাগে অস্ত্রে অস্ত্রে মৃদু ঝনঝনি—মুদ্র যুদ্ধে ক্ষুদ্র জয় লাভ ! সেনাপতি কথা ছিল আসিবে সে গোপনে সহসা ; করিবে পশ্চাৎ হ’তে আক্রমণ ; বুঝি শেষে জাগিয়াছে মনে বিপদের ভয়, সন্ধির প্রস্তাব তরে হয়েছে উন্মুখ । বিক্রমদেব ধিক ! ভীরু, কাপুরুষ ! সন্ধি নহে—যুদ্ধ চাই আমি ! রক্তে রক্তে S X &