পাতা:কাব্যগ্রন্থ (দশম খণ্ড).pdf/১৬৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

গান দেখ যাত্রী যায়, জয়-গান গায়, রাজপথে গলাগলি, এ আনন্দস্বরে, কে রয়েচে ঘরে, কোণে করে দলাদলি । বিপুল এ ধরা, চঞ্চল সময়, মহাবেগবান মানব-হৃদয়, যারা বসে’ তাছে তা’র বড় নয়, ছাড় ছাড় মিছে ছল ভাই । তাগে চল, আগে চল ভাই পিছয়ে সে আছে তা’রে ডেকে না ও, নিয়ে যাও সাথে করে’, কেহ নাহি তাসে, একা চলে যা ও মহত্ত্বের পথ ধরে” । পিছু হ’তে ডাকে মায়ার কাদন, ছিড়ে চলে’ যাও মেন্সের বাধন, সাধিতে হইবে প্রাণের সাধন— মিছে নয়নের জল, ভাই । আগে চল, আগে চল, ভাই 'y & 8