পাতা:কাব্যগ্রন্থ (ষষ্ঠ খণ্ড).pdf/৩৪৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চতুর্থ অঙ্ক প্রথম দৃশ্য বিচার-সভা গোবিনদমাণিক্য ( রঘুপতিকে ) আর কিছু বলিবার আছে ? রঘুপতি কিছু নাই গোবিন্দমাণিক্য অপরাধ করিছ স্বীকার ? রঘুপতি অপরাধ ? অপরাধ করিয়াছি বটে, দেবীপূজা করিতে পারিনি শেষ,—মোহে মূঢ় হ’য়ে বিলম্ব করেছি অকারণে । তা’র শাস্তি দিতেছেন দেবী, তুমি উপলক্ষ শুধু। গোবিনদমাণিক্য শুন সর্ববলোক, আমার নিয়ম এই— পবিত্র পুজার ছলে দেবতার কাছে ○○○