পাতা:কাব্যগ্রন্থ (তৃতীয় খণ্ড).pdf/২২৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

আত্মসমর্পণ তোমার আনন্দগানে আমি দিব সুর যাহা জানি দুয়েকটি প্রীতি-সুমধুর অন্তরের গাথা ; দুঃখের ক্রন্দনে বাজিবে আমার কণ্ঠ বিষাদ-বিধুর তোমার কণ্ঠের সনে ; কুসুমে চন্দনে তোমারে পূজিব আমি ; পরাব সিন্দুর তোমার সীমন্তে ভালে ; বিচিত্র বন্ধনে তোমারে বাধিব আমি ; প্রমোদ-সিন্ধুর তরঙ্গেতে দিব দোলা নব ছন্দে তানে । মানব-আত্মার গর্বব আর নাহি মোর, চেয়ে তোর স্নিগ্ধশ্বাম মাতৃমুখপানে, ভালবাসিয়াছি আমি ধূলি মাটি তোর। জন্মেছি যে মৰ্ত্ত্য-কোলে ঘৃণা করি তা’রে ছুটিব না স্বৰ্গ আর মুক্তি খুজিবারে। ৫ই অগ্রহায়ণ, УО e e ) २> >