পাতা:কাব্যগ্রন্থ (তৃতীয় খণ্ড).pdf/২৯০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সাধন দেবি ! অনেক ভক্ত এসেছে তোমার চরণতলে অনেক অৰ্ঘ্য আনি ; আমি অভাগ্য এনেছি বহিয়া নয়নজলে ব্যর্থ সাধনখানি । তুমি জান মোর মনের বাসনা, যত সাধ ছিল সাধ্য ছিল না, তবু বহিয়াছি কঠিন কামনা দিবস নিশি । মনে যাহা ছিল হ’য়ে গেল আর, গড়িতে ভাঙিয়া গেল বারবার, ভালোয় মনেদ আলোয় আঁধার গিয়েছে মিশি’ । তবু ওগো, দেবি, নিশিদিন করি পরাণপণ, চরণে দিতেছি আনি’ মোর জীবনের সকল শ্রেষ্ঠ সাধের ধন ব্যর্থ সাধনখানি । ՀԳ 8