পাতা:কাব্যগ্রন্থ (তৃতীয় খণ্ড).pdf/২১৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সোনার তরী করিতেছে সঞ্চরণ ; কুসুমমুকুল কি অন্ধ আনন্দভরে ফুটিয়া আকুল সুন্দর বৃন্তের মুখে ; নব রৌদ্রালোকে তরুলতাতৃণগুল্ম কি গৃঢ় পুলকে কি মূঢ় প্রমোদ-রসে উঠে হরষিয়া— মাতৃস্তনপানশ্রান্ত পরিতৃপ্ত হিয়া সুখস্বপ্নহাস্যমুখ শিশুর মতন । তাই আজি কোনো দিন,—শরৎ-কিরণ পড়ে যবে পক্কশীর্ষ স্বর্ণক্ষেত্রপরে, নারিকেলদলগুলি কাপে বায়ুভরে আলোকে ঝিকিয়া, জাগে মহাব্যাকুলত, মনে পড়ে বুঝি সেই দিবসের কথা মন যবে ছিল মোর সর্ববব্যাপী হ’য়ে জলে স্থলে, অরণ্যের পল্লবনিলয়ে, আকাশের নীলিমায় । ডাকে যেন মোরে অব্যক্তআহবানরবে শতবার করে? সমস্ত ভুবন ; সে বিচিত্র সে বৃহৎ খেলাঘর হতে, মিশ্রিত মৰ্ম্মরবৎ শুনিবারে পাই যেন চিরদিনকার সঙ্গীতের লক্ষবিধ আনন্দখেলার পরিচিত রব । সেথায় ফিরায়ে লহ মোরে আরবার ; দূর কর সে বিরহ, Ꮌ ᎽᏌᏉ