পাতা:কাব্যগ্রন্থ (তৃতীয় খণ্ড).pdf/১৬৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ভরা ভাদরে নদী ভরা কূলে কূলে, ক্ষেতে ভরা ধান আমি ভাবিতেছি বসে’ কি গাহিব গান কেতকী জলের ধারে ফুটিয়াছে ঝোপে ঝাড়ে, নিরাকুল ফুলভারে বকুল বাগান। কানায় কানায় পূর্ণ আমার পরাণ । ঝিলিমিলি করে পাতা, ঝিকিমিকি আলো । আমি ভাবিতেছি কার আঁখি দুটি কালো! কদম্বগাছের সার, চিকণ পল্লবে তা’র গন্ধে ভরা অন্ধকার হয়েছে ঘোরালো । কারে বলিবারে চাহি কারে বাসি ভালো । অম্লান-উজ্জ্বল দিন, বৃষ্টি অবসান। আমি ভাবিতেছি আজি কি করিব দান ! Ꮌ8b~