পাতা:কাব্যগ্রন্থ (তৃতীয় খণ্ড).pdf/১৫০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সোনার তরী এ যদি হইত শুধু সুখ, কেবল একটি হাসি অধরের প্রান্তে আসি’ আনন্দ করিত জাগরক । মুহূৰ্ত্তে বুঝিয়া নিতে হৃদয়-বারতা বলিতে হ’ত না কোনো কথা । এ যদি হইত শুধু দুখ, দুটি বিন্দু অশ্ৰুজল দুই চক্ষে ছল ছল, নীরবে প্রকাশ হ’ত কথা । এ যে সখি হৃদয়ের প্রেম ; সুখ দুঃখ বেদনার আদি অন্ত নাহি যার চিরদৈস্য চির পূর্ণ হেম । নব নব ব্যাকুলতা জাগে দিবারাতে তাই আমি না পারি বুঝাতে। ১৩৪