পাতা:কাব্যগ্রন্থ (ষষ্ঠ খণ্ড).pdf/৭৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রাজ ও রাণী এসে বলে, “আয় ত রে পাষণ্ড তোর মুণ্ডুটা টান মেরে ছিড়ে ফেলি” অমনি তোমাদের উপলুব্ধ হয় যে, আর যাই হোক লোকটা প্রবঞ্চনা করচে না, মুণ্ডুটার উপরে বাস্তবিক তা’র নজর আছে বটে। কিন্তু যদি কেউ বলে “এস ত বাপধন, আস্তে আস্তে তোমার পিঠে হাত বুলিয়ে দিই”, আমনি তোমাদের সন্দেহ হয়। যেন আস্ত মুণ্ডুটা ধরে টান মারার চেয়ে পিঠে হাত বুলিয়ে দেওয়া শক্ত। হে ভগবান, যদি রাজা স্পষ্ট করে’ই বলত—একবার হাতের কাছে এস ত, তোমাদের একেকটাকে ধরে রাজ্য থেকে নিববসন করে? পাঠাই—তা হ’লে এটা কখনো সন্দেহ কর্ভে না যে, হয় ত বা রাজকন্যার সঙ্গে পরিণাম বন্ধন করবার জন্যেই রাজা ডেকে থাকবেন । কিন্তু রাজা বলেছেন নাকি, হে বন্ধুসকল, ‘রাজদ্বারে শ্মশানে চ যস্তিষ্ঠতি স বান্ধব, অতএব তোমরা পূজা উপলক্ষে এখানে এসে কিঞ্চিৎ ফলাহার করবে”—আমনি তোমাদের সন্দেহ হয়েছে সে ফলাহারটা কি রকমের না জানি । হে মধুসূদন ! তা এমনি হয় বটে ! বড় লোকের সামান্য কথায় সন্দেহ হয়, আবার সামান্য লোকের বড় কথায় সন্দেহ হয় । জয়সেন ঠাকুর, তুমি অতি সরল প্রকৃতির লোক । আমার যে টুকু বা সন্দেহ ছিল, তোমার কথায় সমস্ত ভেঙে গেছে। \シミ