পাতা:কাব্যগ্রন্থ (তৃতীয় খণ্ড).pdf/১৬১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ব্যর্থ যৌবন আজি যে রজনী যায় ফিরাইব তায় i কেমনে ? কেন নয়নের জল ঝরিছে বিফল নয়নে ? এ বেশভূষণ লহ সখি লহ, এ কুসুমমালা হয়েছে অসহ, এমন যামিনী কাটিল, বিরহ শয়নে ! আজি যে রজনী যায় ফিরাইব তায় কেমনে ? আমি বৃথা অভিসারে এ যমুনাপারে এসেছি। বহি’ বৃথা মনো-আশা এত ভালবাসা বেসেছি । শেষে নিশিশেষে বদন মলিন, ক্লান্ত চরণ, মন উদাসীন, ফিরিয়া চলেছি কোন সুখহীন ভবনে ? Ꮌ8☾ 3—10