পাতা:কাব্যগ্রন্থ (ষষ্ঠ খণ্ড).pdf/৭৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রাজা ও রাণী জয়সেন মিহির গুপ্ত, সমস্ত অবস্থা বুঝলে ত ? এখন গৌরসেন যুধাজিৎ উদয়ভাস্কর ওদের কাছে শীঘ্ৰ লোক পাঠাও। বল, অবিলম্বে সকলে একত্র মিলে একটা পরামর্শ করা আবশ্যক । মিহির গুপ্ত যে আজ্ঞা ! দ্বিতীয় দৃশ্য অস্তঃপুর বিক্রমদেব, রাণীর আত্মীয় সভাসদ সভাসদ ধন্য মহারাজ : বিক্রমদেব কেন এত ধন্যবাদ ? সভাসদ মহত্ত্বের এই ত লক্ষণ—দুষ্টি তা’র সকলের পরে। ক্ষুদ্র প্রাণ ক্ষুদ্র জনে পায় না দেখিতে। প্রবাসে পড়িয়া আছে \\28