পাতা:কাব্যগ্রন্থ (ষষ্ঠ খণ্ড).pdf/৩০৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দ্বিতীয় অঙ্ক চতুর্থ দৃশ্য মন্দির-প্রাঙ্গণ জনতা গণেশ এবারে মেলায় তেমন লোক হ’ল ন । আক্রর এবারে আর লোক হবে কিরে ? এ ত আর হিন্দুর রাজত্ব রইল না। এ যেন নবাবের রাজত্ব হ’য়ে উঠল । ঠাকরুণের বলিই বন্ধ হ’য়ে গেল, ত মেলায় লোক আসবে কি ! কালু ভাই, রাজার ত এ বুদ্ধি ছিল না, বোধ হয় কিসে তাকে পেয়েছে । অত্রর যদি পেয়ে থাকে ত কোনো মুসলমানের ভূতে পেয়েছে, নইলে বলি উঠিয়ে দেবে কেন ? গণেশ কিন্তু যাই বল, এ রাজ্যের মঙ্গল হবে না । কানু পুরুত ঠাকুর ত স্বয়ং বলে দিয়েছেন তিন মাসের মধ্যে মড়কে দেশ উচ্ছন্ন যাবে।