পাতা:কাব্যগ্রন্থ (ষষ্ঠ খণ্ড).pdf/২৯৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিসর্জন জয়সিংহ মোর স্নেহে ঘটিতে দিব না পাপ, অভিশাপ আনিব না এ মেহের পরে । রঘুপতি ভালো ভালো সে কথা হইবে পরে—কলা হবে স্থির । ( উভয়ের প্রস্থান ) দ্বিতীয় দৃশ্য মন্দির অপর্ণ ( গান ) ওগো পুরবাসী আমি দ্বারে দাড়ায়ে আছি উপবাসী । জয়সিংহ, কোথা জয়সিংহ ? কেহ নাই এ মন্দিরে । তুমি কে দাড়ায়ে আছ হোথা আচল মূরতি—কোনো কথা না বলিয়। হরিতেছ জগতের সারধন যত ।