পাতা:কাব্যগ্রন্থ (ষষ্ঠ খণ্ড).pdf/৩১০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিসর্জন সতত প্রস্তুত থাকে আঘাত সহিতে । কে করেছে হেন পরামর্শ ? চাদপাল যুবরাজ নক্ষত্ররায় । গোবিন্দমাণিক্য নক্ষত্ৰ ? চাদপাল স্বকৰ্ণে শুনেছি মহারাজ, রঘুপতি যুবরাজে মিলে গোপনে মন্দিরে বসে’ স্তির হ’য়ে গেছে সব কথা । গোবিন্দমাণিক্য দুই দণ্ডে স্তির হ’য়ে গেল আজন্মের বন্ধন টুটিতে ? হায় বিধি ! চাদপাল দেবতার কাছে তব রক্ত এনে দেবে— গোবিন্দমাণিক্য দেবতার কাছে ? তবে আর নক্ষত্রের নাই দোষ । জানিয়াছি, দেবতার নামে ミふと