পাতা:কাব্যগ্রন্থ (ষষ্ঠ খণ্ড).pdf/২৩৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিসর্জন প্রথম অঙ্ক প্রথম দৃশ্য মন্দির গুণবতী মা’র কাছে কি করেছি দোষ । ভিখারী ষে সন্তান বিক্রয় করে উদরের দায়ে তা’রে দা ও শিশু—পাপিষ্ঠ। যে লোকলাজে সন্তানেরে বধ করে, তা’র গর্ভে দাও, পাঠাইয়া—অসহায় জীব ! আমি হেথা সোনার পালঙ্কে মহারাণী, শত শত দাস দাসী প্রজ ল’য়ে, বসে আছি তপ্তবক্ষে শুধু এক শিশুর পরশ লালসিয়া, আপনার প্রাণের ভিতরে আরেকটি প্রাণাধিক প্রাণ করিবারে অনুভব ;—এই বক্ষ, এই বাহু দু’টি, এই কোল, এই দৃষ্টি দিয়ে, বিরচিতে ఇ>సి