পাতা:কাব্যগ্রন্থ (ষষ্ঠ খণ্ড).pdf/১৮৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পঞ্চম অঙ্ক মধুজীবী মা জননি, এনেছি সঞ্চয় করে কিছু বনমধু, দয়া করে* কর মা গ্রহণ । সুমিত্রা ভগবান মঙ্গল করুন তোর । (মধুজীবীর প্রস্থান ) শিকারীর প্রবেশ শিকারী জয় হোক প্রভু । ছাগ শিকারের তরে যেতে হবে দূর গিরিদেশে, দুর্গম সে পথ। তব পদে প্রণাম করিয়া যাব। জয়সেন গৃহ মোর দিয়াছে জ্বালায়ে । কুমারসেন ধিক্ সে পিশাচ । শিকারী আমরা শিকারী । যতদিন বন আছে আমাদের কে পারে করিতে গৃহহীন ? > ዓ >