পাতা:কাব্যগ্রন্থ (ষষ্ঠ খণ্ড).pdf/৩২৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

তৃতীয় অঙ্ক দিবসের পথে । প্রজারা তাহারি কাছে পাঠাবে প্রস্তাব—তোমারে করিতে দূর সিংহাসন হ’তে । গোবিন্দমাণিক্য আমারে করিবে দূর ? মোর পরে এত অসন্তোষ ? চাদপাল মহারাজ, সেবকের অনুনয় রাখ—পশুরক্ত এত যদি ভালো লাগে নিষ্ঠুর প্রজার, দাও তাহাদের পশু,—রাক্ষসী প্রবৃত্তি পশুর উপর দিয়া যাক । সৰ্ব্বদাই ভয়ে ভয়ে আছি কখন কি হ’য়ে পড়ে । গোবিন্দমাণিক্য আছে ভয় জানি চাদপাল । রাজকাৰ্য্য সেও আছে ! পাথার ভীষণ, তরী তীরে নিয়ে যেতে হ’বে । গেছে কি প্রজার দূত মোগলের কাছে ? চাদপাল এতক্ষণে গেছে ।