পাতা:কাব্যগ্রন্থ (ষষ্ঠ খণ্ড).pdf/১৯৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পঞ্চম অঙ্ক দেবদত্ত তুমি কি জানিবে মহারাজ ! তোমার প্রহরী দুটো জানে ! কত শাস্ত্র বলি তাহদের, কত কাব্যকথা, শুনে মূৰ্খ দুটো হাসে । এক দিন বর্ষা দেখে বিরহ-ব্যথায় মেঘদূত কাব্যখানা শুনালেম দোহে ডেকে ; গ্রাম্য মূর্থ দুটো পড়িল কাতর হ’য়ে নিদ্রার আবেশে । তখনি ধিক্কার ভরে কারাগার ছাড়ি আসিনু চলিয়া । বেছে বেছে ভালো লোক দিয়েছিলে বিরহী এ ব্রাহ্মণের পরে । এত লোক আসে সখা অধীনে তোমার শাস্ত্র বোঝে এমন কি ছিল না দুজন ? বিক্রমদেব বন্ধুবর, বড় কষ্ট দিয়েছে তোমারে ! সমুচিত শাস্তি দিব তারে, যে পাষণ্ড রেখেছিল রুধিয়া তোমায় ! নিশ্চয় সে ক্রুরমতি জয়সেন । দেবদত্ত শাস্তি পরে হবে । আপাতত যুদ্ধ রেখে, অবিলম্বে দেশে >b^S)