পাতা:কাব্যগ্রন্থ (ষষ্ঠ খণ্ড).pdf/৩১৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

তৃতীয় অঙ্ক অনেকে রাজার আজ্ঞ, তা আমরা কি করব ? রঘুপতি রাজা কে ? মা’র সিংহাসন তবে কি রাজার সিংহাসনের নাচে ? তবে এই মাতৃহীন দেশে তোদের রাজাকে নিয়েই থাক, দেখি তোদের রাজা কি করে রক্ষে করে । ( সকলে সভয়ে গুনগুন স্বরে কথ। ) অত্রর চুপ কর । সন্তান যদি অপরাধ করে থাকে মা তাকে দণ্ড দিক, কিন্তু একেবারে ছেড়ে চলে’ যাবে এ কি মা'র মত কাজ ? বলে দাও, কি করলে মা ফিরবে । রঘুপতি তোদের রাজা যখন রাজ্য ছেড়ে যাবে মাও তখন রাজ্যে ফিরে পদাপণ করবে । ( নিস্তব্ধভাবে পরস্পরের মুখাবলোকন ) রঘুপতি তবে তোরা দেখবি ? এইখেনে আয় ; অনেক দূর থেকে অনেক আশা করে’ ঠাকুরুণকে দেখতে এসেছিস, তবে একবার চেয়ে দেখ । 6—20