পাতা:কাব্যগ্রন্থ (ষষ্ঠ খণ্ড).pdf/১০৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দ্বিতীয় আয় ভাই ওকে যুবরাজের দুটো কথা জিজ্ঞাসা করা যাক। 2이지 জিজ্ঞাসা করলে ও কি উত্তর দেবে ? ও তেমন বুড়ে নয়। যেন ভরতের রাজত্বে রামচন্দ্রের জুতো জোড়াটার মত পড়ে আছে, মুখে কথাটি নেই । দ্বিতীয় ( শঙ্করের নিকট গিয়া ) ঠাঁ দাদা, বল না দাদা, যুবরাজ রাজা হবে কবে । শঙ্কর তোদের সে গবরে কাজ কি ? প্রথম না, না, বলচি আমাদের যুবরাজের বয়স হয়েছে এখনো খুড়ো রাজা নাবচে না কেন ? শঙ্কব তাতে দোষ হয়েছে কি ? হাজার হোক খুড়ো ত বটে ? দ্বিতীয় তা ত বটেই । কিন্তু যে দেশের যেমন নিয়ম—আমাদের নিয়ম আছে যে—