পাতা:কাব্যগ্রন্থ (ষষ্ঠ খণ্ড).pdf/১১৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ইলা অনন্তের মূৰ্ত্তি ধরে ওই মেঘ আসে মোদের করিতে গ্রাস ! নাথ কাছে এস । আহা যদি চিরকাল এই মেঘমাঝে লুপ্ত বিশ্বে থাকিতাম তোমাতে আমাতে ! দুটি পাখী একমাত্র মহামেঘনীড়ে ! পারিতে থাকিতে তুমি ? মেঘআবরণ ভেদ করে কোথা হ’তে পশিত শ্রবণে ধরার আহবান ; তুমি ছুটে চলে’ যেতে আমারে ফেলিয়া রেখে প্রলয়ের মাঝে । পরিচারিকার প্রবেশ পরিচারিক কাশ্মীরে এসেছে দূত জালন্ধর হতে গোপন সংবাদ ল’য়ে । কুমারসেন তবে যাই, প্রিয়ে, আবার আসিব ফিরে পূর্ণিমার রাতে নিয়ে যাব হৃদয়ের চিরপূর্ণিমারে— হৃদয়দেবতা আছ, গৃহলক্ষী হবে । Yo Y