পাতা:কাব্যগ্রন্থ (ষষ্ঠ খণ্ড).pdf/২৩৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিসর্জন কম্পিত কাতর বক্ষে, মোর প্রাণ কেন যেথা ছিল সেথা হ’তে ছুটিয়া এল না ? জয়সিংহ ( প্রতিমার প্রতি ) আজন্ম পূজিনু তোরে তবু তোর মায়া বুঝিতে পারিনে করুণায় কঁদে প্রাণ মানবের,—দয়া নাই বিশ্বজননীর ? অপণা ( জয়সিংহের প্রতি ) তুমি ত নিষ্ঠর নহ—আঁখি-প্রান্তে তব অশ্রু ঝরে মোর দুখে । তবে এস তুমি, এ মন্দির ছেড়ে এস। তবে ক্ষম মোরে, মিথ্যা অামি অপরাধা করেছি তোমায় । জয়সিংহ ( প্রতিমার প্রতি ) তোমার মন্দিরে এ কি নুতন সঙ্গীত ধবনিয়া উঠিল আজি হে গিরি-নন্দিনী, করুণাকাতর কণ্ঠস্বরে ? ভক্তহৃদি অপরূপ বেদনায় উঠিল ব্যাকুলি । ミミ8