পাতা:কাব্যগ্রন্থ (ষষ্ঠ খণ্ড).pdf/২৪৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চাদপাল শান্ত হও সেনাপতি । মন্ত্রী মহারাজ, একেবারে করেছ কি স্থির ? আজ্ঞা আর ফিরিবে না ? গোবিন্দমাণিক্য _, আর নহে মন্ত্রী ; বিলম্ব উচিত নহে বিনাশ করিতে পাপ । মন্ত্রী পাপের কি এত পরমায়ু হবে ? কত শত বর্ষ ধরে যে প্রাচীন-প্রথা দেবতাচরণতলে বৃদ্ধ হ’য়ে এল সে কি পাপ হ’তে পারে ? ( রাজার নিরুত্তরে চিন্তা ) নক্ষত্রেরায় তাইত হে মন্ত্রী, সে কি পাপ হ’তে পারে ? ミ"o