পাতা:কাব্যগ্রন্থ (ষষ্ঠ খণ্ড).pdf/২৯৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বড় কি লাগিবে ভালো ? ওরে মা আমার রাক্ষসী পাষাণী বটে . ডাকিছ কি মোরে গুরুদেব ? ছলনা বুঝেছি আমি তব, ভক্তহিয়াবিদারিত এই রক্ত চা ও । দিয়াছিলে এই যে বেদনা, তারি পরে জননীর স্নেহ-হস্ত পড়িয়াছে । তেঃখ চেয়ে শুখ শতগুণ । কিন্তু রাজরক্ত ? ছি ছি ভক্তিপিপাসিত; মত তারে বল রক্তপিপাসিনী ? রঘুপতি বন্ধ হোক বলিদান জয়সিংহ হোক বন্ধ । না, না, গুরুদেব, তুমি জান ভালোমন্দ সরল ভক্তির বিধি শাস্ত্রবিধি নহে | আপন আলোকে আখি দেখিতে না পায়, আলোক আকাশ হ’তে আসে । ভু, ক্ষমা কর—ক্ষমা কর দাসে, ক্ষমা কর স্পৰ্দ্ধা মৃঢ়তার । ক্ষমা কর নিতান্ত বেদনাবশে উদভ্ৰান্ত প্রলাপ । বল প্রভু, সত্যই কি রাজরক্ত চান মহাদেবী ? م سbجد