পাতা:কাব্যগ্রন্থ (তৃতীয় খণ্ড).pdf/৮৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সোনার তরী ভূলিল শেখা গান, পড়িল মনে বাল্য ক্রনদন-গাথা । নয়ন ছলছল প্রতাপ রায় কর বুলায় তা’র দেহে। “আইস, হেথা হ’তে আমরা যাই,” কহিল সকরুণ স্নেহে । শতেক দীপজ্বালা’ নয়ন-ভরা ছাড়ি সে উৎসব-ঘর বাহিরে গেল দুটি প্রাচীন সখা ধরিয়া দুহু দোহ কর । বরজ করজোড়ে কহিল, প্রভু, মোদের সভা হ’ল ভঙ্গ । এখন আসিয়াছে নূতন লোক ধরায় নব নব রঙ্গ । জগতে আমাদের বিজন সভা কেবল তুমি আর আমি । সেথায় আনিয়ে না নূতন শ্রোতা, মিনতি তব পদে স্বামি । একাকী গায়কের নহে ত গান, মিলিতে হবে দুইজনে । গাহিবে একজন খুলিয়া গলা, আরেক জন গাবে মনে । 어o