পাতা:কাব্যগ্রন্থ (ষষ্ঠ খণ্ড).pdf/২৫১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রথম অঙ্ক রঘুপতি আবার ! কে নিয়েছে অপরাধ তব ? ঘোর কলি এসেছে ঘনায়ে । বাহুবল রাহুসম ব্রহ্মতেজ গ্রাসিবারে চায়—সিংহাসন তোলে শির যজ্ঞবেদী পরে । হায়, হায়, কলির দেবতা, তোমরাও চাটুকর সভাসদসম, নতশিরে রাজ-আজ্ঞা বহিতেছ ? চতুভূজ, চারিহস্ত আছ জোড় করি ? বৈকুণ্ঠ কি আবার নিয়েছে কেড়ে দৈত্যগণ ? গিয়েছে দেবতা যত রসাতলে ? শুধু দানবে মানবে মিলে বিশ্বের রাজত্ব দপে করিতেছে ভোগ ? দেবতা না যদি থাকে ব্রাহ্মণ রয়েছে ; ব্রাহ্মণের রোষযজ্ঞে দণ্ড সিংহাসন হবিকাষ্ঠ হ’বে । (জয়সিংহের নিকট গিয়া সস্নেহে ) বৎস, আজ করিয়াছি রুক্ষ আচরণ তোমাপরে, চিত্ত বড় ক্ষুব্ধ মোর । ՀԾԳ