পাতা:কাব্যগ্রন্থ (ষষ্ঠ খণ্ড).pdf/১৪২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রাজা ও রাণী কুমারসেন আমি ভাই তোর ! চল বোন, আমাদের সেই শৈলগুহে তুষারশিখরঘেরা শুভ্ৰ সুশীতল আনন্দ-কাননে। দুটি নিবারের মত একত্রে করেছি খেলা দুই ভাই বোনে,— এখন আর কি ফিরে যেতে পারিবিনে সেই উচ্চ, সেই শুভ্ৰ শৈশব-শিখরে ? 4 সুমিত্রা চল, ভাই চল । যে ঘরেতে ভাইবোনে করিতাম খেলা, সেই ঘরে নিয়ে এসো প্রেয়সী নারীরে ;–সন্ধ্যাবেল বসে’ তা’রে তোমার মনের মত সাজাব যতনে । শিখাইয়া দিব তারে তুমি ভালবাস কোন ফুল, কোন গান, কোন কাব্য রস । শুনাব বাল্যের কথা ; শৈশব মহত্ত্ব তব শিশু-হৃদয়ের । কুমারসেন মনে পড়ে মোর, দোহে শিখিতাম বীণা ৷ আমি ধৈর্য্যহীন >ミb"