পাতা:কাব্যগ্রন্থ (ষষ্ঠ খণ্ড).pdf/১৭৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পঞ্চম অঙ্ক ছারখার । ক্ষুধ রাক্ষসীর হাতে সঁপি দাও দেশ, তবে তারে করিবে বাহির । চন্দ্রসেন চুপ কর চুপ কর রাণী ! চল বৎস, শিবির ছাড়িয়া চল কাশ্মীর-প্রাসাদে । বিক্রমদেব পরে যাব, অগ্রসর হও মহারাজ । ( চন্দ্রসেন ও রেবতীর প্রস্থান ) ওরে হিংস্ৰ নারী ! ওরে নরকাগ্নিশিখা ! বন্ধুত্ব আমার সনে ! এতদিন পরে আপনার হৃদয়ের প্রতিমূৰ্ত্তিখানা দেখিতে পেলেম ওই রমণীর মুখে ! অমনি শাণিত ক্রুর বক্র জ্বালারেখা আছে কি ললাটে মোর ? রুদ্ধ হিংসাভারে অধরের দুই প্রান্ত পড়েছে কি নুয়ে ? অমনি কি তীক্ষ মোর উষ্ণ তিক্ত বাণী খুনীর ছুরির মত বাকা বিষমাখা ? নহে নহে কভু নহে ! এ হিংসা আমার চোর নহে ক্রুর নহে, নহে ছদ্মবেশী। প্রচণ্ড প্রেমের মত প্রবল এ জ্বালা অভ্ৰভেদী সৰ্ব্বগ্রাসী উদাম উন্মাদ )\)(;