পাতা:কাব্যগ্রন্থ (তৃতীয় খণ্ড).pdf/৩৮৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চিত্রা আরেক অশ্ব দাড়ায়ে রয়েছে পুচ্ছ ভূতল চুমে, ধূম্রবরণ, যেন দেহ তা’র গঠিত শ্মশান-ধূমে । নড়িল না কিছু আমারে কেবল হেরিল আঁখির পাশে, শিহরি শিহরি সবর্ব শরীর কঁাপিয়া উঠিল ত্রাসে। পাণ্ডু আকাশে খণ্ড চন্দ্র হিমানীর গ্লানি মাখা ; পল্লবহীন বৃদ্ধ অশথ, শিহরে নগ্ন শাখা । নীরব রমণী অঙ্গুলি তুলি দিল ইঙ্গিত করি’,— মন্ত্রমুগ্ধ অচেতনসম চড়িলু অশ্ব পরি। বিদ্যুৎবেগে ছুটে যায় ঘোড়া,—বারেক চাহিনু পিছে, ঘরদ্বার মোর বাষ্পসমান, মনে হ’ল সব মিছে । কাতর রোদন জাগিয়া উঠিল সকল হৃদয় ব্যেপে, কণ্ঠের কাছে সুকঠিন বলে কে তা’রে ধরিল চেপে । পথের দুধারে রুদ্ধ দুয়ারে দাড়ায়ে সৌধ সারি, ঘরে ঘরে হায় সুখ-শয্যায় ঘুমাইছে নরনারী। নির্জন পথ চিত্রিতবৎ, সাড়া নাই সারা দেশে, রাজার দুয়ারে দুইটি প্রহরী দুলিছে নিদ্রাবেশে । শুধু থেকে থেকে ডাকিছে কুকুর হুদূর পথের মাঝে,— গম্ভীর স্বরে প্রাসাদ শিখরে প্রহর ঘণ্টা বাজে । । অফুরান পথ, অফুরান রাতি, তাজান নূতন ঠাই, অপরূপ এক স্বপ্ন সমান, অর্থ কিছুই নাই । NᏬᏔab←