পাতা:কাব্যগ্রন্থ (ষষ্ঠ খণ্ড).pdf/২০৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রাজা ও রাণী দেখ ! বেঁচে থাকা ভীরুতা কেবল । বল এ কি সত্য নয় ? থেকে না নীরব হ’য়ে, বিষাদ-আনত নেত্রে চেয়ে না ভূতলে । মুখ তোল, স্পষ্ট করে বল একবার ঘৃণিত এ প্রাণ ল’য়ে লুকায়ে লুকায়ে নিশিদিন মরে থাকা এক দণ্ড এ কি উচিত আমার ? সুমিত্রা ভাই— কুমারসেন আমি রাজপুত্র, ছারখার হ’য়ে যায় সোনার কাশ্মীর, পথে পথে বনে বনে ফিরে গৃহহীন প্রজা—কেঁদে মরে পতিপুত্রহীন নারী তবু আমি কোনো মতে বাচিব গোপনে ? সুমিত্র তা’র চেয়ে মৃত্যু ভালো । কুমারসেন বল, তাই বল ! ভক্ত যারা অনুরক্ত মোর—প্রতিদিন সঁপিছে আপন প্রাণ নিৰ্য্যাতন সহি । Σ & Σ.