পাতা:কাব্যগ্রন্থ (তৃতীয় খণ্ড).pdf/২৪৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
চিত্রা

আনন্দে ঝপায়ে জলে পড়ে বারম্বার
কলহাস্যে; ধৈর্যময়ী মাতার মতন
পদ্মা সহিতেছে তা’র স্নেহজ্বালাতন।
তরী হ’তে সম্মুখেতে দেখি দুই পার;
স্বচ্ছতম নীলাভ্রের নির্মল বিস্তার;
মধ্যাহ্ন-আলােকপ্লাবে জলে গুলে বনে
বিচিত্র বর্ণের রেখা; আতপ্ত পবনে
তীর-উপবন হ’তে কভু আসে বহি
আম্রমুকুলের গন্ধ, কভূ রহি’ রহি’
বিহঙ্গের শ্রান্ত স্বর।
আজি বহিতেছে
প্রাণে মাের শান্তিধারা; মনে হইতেছে
সুখ অতি সহজ সরল, কাননের
প্রস্ফুট ফুলের মত, শিশু-আননের
হাসির মতন,—পরিব্যাপ্ত বিকশিত;
উম্মুখ অধরে ধরি’ চুম্বন-অমৃত
চেয়ে আছে সকলের পানে, বাক্যহীন
শৈশব-বিশ্বাসে, চিররাত্রি চিরদিন।
বিশ্ব-বীণা হ’তে উঠি’ গানের মতন
রেখেছে নিমগ্ন করি’ নিথর গগন;
সে সঙ্গীত কি ছন্দে গাঁথিব; কি করিয়া
শুনাইব, কি সহজ ভাষায় ধরিয়া

২৩০