পাতা:কাব্যগ্রন্থ (ষষ্ঠ খণ্ড).pdf/২৭৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

জয়সিংহ চিন্তা কেন দেব ? এমনি বিশ্বাস-বলে মোরাও করিব কাজ । কারে ভয় প্রভু ? সৈন্য-বলে কোন কাজ ? অস্ত্র কোন ছার ! যার পরে রয়েছে যে ভার—বল তা’র আছে সে কাজের। করিবই মা’র পূজা যদি সত্য মায়ের সেবক তই মোরা ! চল প্রভু,—বাজাই মায়ের ডঙ্কা, ডেকে আনি পুরবাসিগণে । মন্দিরের দ্বার খুলে দিই ! —ওরে আয় তোরা, আয়, আয়, অভয়ার পূজা হবে—নিৰ্ভয়ে আয়রে তোরা মায়ের সন্তান ! আয় পুরবাসী । ( প্রস্থান ) পুরবাসিগণের প্রবেশ অক্রর ওরে অtয়রে আয় ! সকলে জয় মা ! হারু আয়রে মায়ের সামনে বাহু তুলে নৃত্য করি । ૨૭૦