পাতা:কাব্যগ্রন্থ (তৃতীয় খণ্ড).pdf/১১৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মানস-সুন্দরী অরণ্যশিয়রে ; যামিনী শয়ন তা’র দেয় বিছাইয়া, একখানি অন্ধকার অনন্ত ভুবনে। দোহে মোরা র’ব চাহি অপার তিমিরে ; আর কোথা কিছু নাহি, শুধু মোর করে তব করতলখানি, শুধু অতি কাছাকাছি দুটি জনপ্রাণী অসীম নির্জনে ; বিষণ্ণ বিচ্ছেদরাশি চরাচরে আর সব ফেলিয়াছে গ্রাসি’ শুধু এক প্রান্তে তা’র প্রলয়-মগন বাকি আছে একখানি শঙ্কিত মিলন, দুটি হাত, ত্রস্ত কপোতের মত দুটি শুধু একখানি ভয়, একখানি আশা, একখানি অশ্রুভরে নম্র ভালবাসা । আজিকে এমনি তবে কাটিবে যামিনী আলস্যবিলাসে। অয়ি নিরভিমানিনী, অয়ি মোর জীবনের প্রথম প্রেয়সী, মোর ভাগ্য-গগনের সৌন্দর্য্যের শশী, মনে আছে, কবে কোন ফুল্ল যুর্থীবনে, বহু বাল্যকালে, দেখা হ’ত দুইজনে ❖ጫ 3—7