পাতা:কাব্যগ্রন্থ (তৃতীয় খণ্ড).pdf/৩০৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
পুরাতন ভৃত্য

কোথা ব্রজবালা, কোথা বনমালা,
কোথা বনমালী হরি।
কোথা, হা হন্ত, চির বসন্ত!
আমি বসন্তে মরি।
বন্ধু যে যত স্বপ্নের মত
বাসা ছেড়ে দিল ভঙ্গ।
আমি একা ঘরে, ব্যাধি-খরশরে
ভরিল সকল অঙ্গ।
ডাকি নিশিদিন সকরুণ ক্ষীণ—
“কেষ্ট আয়রে কাছে;
এতদিনে শেষে আসিয়া বিদেশে
প্রাণ বুঝি নাহি বাঁচে।”
হেরি তা’র মুখ ভরে’ ওঠে বুক,
সে যেন পরম বিত্ত।
নিশিদিন ধরে’ দাড়ায়ে শিয়রে
মাের পুরাতন ভৃত্য।

মুখে দেয় জল, শুধায় কুশল,
শিরে দেয় মাের হাত;
দাঁড়ায়ে নিঝুম, চোখে নাহি ঘুম,
মুখে নাই তা’র ভাত।

২৮৭