পাতা:কাব্যগ্রন্থ (ষষ্ঠ খণ্ড).pdf/৩২৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

তারি তরে সমস্ত সদয় দিয়ে । আজ কি এমন অপরাধ করিয়াছি মোর যার লাগি সে অসাম স্নেহ চলে’ গেল চিরমাতৃহীন করে তানাথ সংসার ? বৎসগণ, মাতৃগণ, বল, খুলে বল কি এমনি করিয়াছি তাপরাধ ? কেভ কেক মা’র দলি নিষেধ করেছ, বন্ধ মা’র পুজা । গোবিন্দমাণিক্য নষেধ করেছি বলি, সেই তাভিমানে বিমুখ হয়েছে মাতা, আসিছে মড়ক, উপবাস, অনাবৃষ্টি, অগ্নি রক্তপাত ; ম। মোদের এমনি মা বটে ! দণ্ডে দণ্ডে ক্ষাণ শিশুটিরে স্তন্য দিয়ে বাচাইয়ে তোলে মাতা, সে কি তা’র রক্তপান লোভে ? হেন মাতৃঅপমান মনে স্থান দিলি মবে, আজন্মের মাতৃস্নেহস্মৃতিমাঝে ব্যথা বাজিল না ? মনে পড়িল না মা’র মুখ ?—রক্ত চাই, রক্ত চাই, গরজন করিছে জননী, অবোলা দুর্বলল জীব Jరి సా