পাতা:কাব্যগ্রন্থ (তৃতীয় খণ্ড).pdf/৩১১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
শীতে ও বসন্তে

পুরাণে বিজ্ঞানে গােটা
করিয়াছি সিদ্ধি-ঘোঁটা,
যাহা-কিছু ছিল মােটা
হ’য়ে গেছে অতি সূক্ষ্ম।
করেছি সমালােচনা,
আছে তাহে গুণপণা,
কেহ তাহা বুঝিল না,
মনে র’য়ে গেল দুঃখ।
মেঘদূত—লােকে যাহা
কাব্যভ্রমে বলে “আহা,”—
আমি দেখায়েছি, তাহা
দর্শনের নব সূত্র।
নৈষধের কবিতাটি
ডারুয়িন-তত্ত্ব খাঁটি,
মাের আগে এ কথাটি
বল কে বলেছে কুত্র?
কাব্য কহিবার ভাণে
নীতি বলি কানে কানে
সে কথা কেহ না জানে,
না বুঝে হতেছে ইষ্ট।
নভেল লেখার ছলে
শিখায়েছি সুকৌশলে

২৯৫