পাতা:কাব্যগ্রন্থ (তৃতীয় খণ্ড).pdf/৩৫১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শেষ উপহার যাহা কিছু ছিল সব দিলু শেষ করে’ ডালাখানি ভরে,’— কাল কি আনিয়া দিব যুগল চরণে তাই ভাবি মনে । বসন্তে সকল ফুল নিঃশেষে ফুটায়ে দিয়ে তরু তা’র পরে একদিনে দীনহীন, শূন্যে দেবতার পানে চাহে রিক্ত করে । আজি দিন শেষ হ’লে যদি মোর গান হয় অবসান, কাল প্রাতে এ গানের স্মৃতিস্থখলেশ র’বে না কি শেষ ? শূন্ত থালে মৌনকণ্ঠে নতমুখে আসি যদি তোমার সম্মুখে, তখন কি আগৌরবে চাহিবে না একবার ভকতের মুখে ? দিই নি কি প্রাণপূর্ণ হৃদিপদ্মখানি পাদপদ্মে আনি’ ? ©ኦ®®