পাতা:কাব্যগ্রন্থ (তৃতীয় খণ্ড).pdf/২৯৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
ব্রাহ্মণ

কহিলেন—বৎসগণ, ব্রহ্মবিদ্যা কহি,
কর অবধান।
হেনকালে অর্ঘ্য বহি’
করপুট ভরি’, পশিলা প্রাঙ্গণতলে
তরুণ বালক; বন্দি’ ফলফুলদলে
ঋষির চরণ-পদ্ম, নমি’ ভক্তিভরে
কহিলা কোকিলকণ্ঠে সুধাস্নিগ্ধস্বরে,—
ভগবন, ব্রহ্মবিদ্যাশিক্ষা-অভিলাষী
আসিয়াছি দীক্ষাতরে কুশক্ষেত্রবাসী
সত্যকাম নাম মাের!
শুনি’ স্মিতহাসে
ব্রহ্মর্ষি কহিলা তা’রে স্নেহশান্ত ভাষে—
কুশল হউক্ সৌম্য! গােত্র কি তােমার?
বৎস, শুধু ব্রাহ্মণের আছে অধিকার
ব্রহ্মবিদ্যালাভে।—
বালক কহিলা ধীরে,—
ভগবন্ গােত্র নাহি জানি। জননীরে
শুধায়ে আসিব কল্য কর অনুমতি!
এত কহি’ ঋষিপদে করিয়া প্রণতি
গেল চলি’ সত্যকাম, ঘন অন্ধকার
বন-বীথি দিয়া,—পদব্রজে হ’য়ে পার
ক্ষীণ স্বচ্ছ শান্ত সরস্বতী, বালুতীরে

২৭৯