পাতা:কাব্যগ্রন্থ (ষষ্ঠ খণ্ড).pdf/২০৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পঞ্চম অঙ্ক কুমারসেন ও সুমিত্রার প্রবেশ কুমারসেন শঙ্কর পড়েছে ধরা। রাজ্যের সংবাদ নিতে গিয়েছিল বৃদ্ধ, গোপনে ধরিয়া ছদ্মবেশ । শক্রচর ধরেছে তাহারে । নিয়ে গেছে জয়সেন কাছে । শুনিয়াছি চলিতেছে নিষ্ঠুর পীড়ন তা’র পরে— তবু সে অটল। একটি কথাও তারা পারে নাই মুখ হ’তে করিতে বাহির । তুমিত্রা হায় বৃদ্ধ প্রভুবৎসল ! প্রাণাধিক ভালবাস যারে সেই কুমারের কাজে সঁপি দিলে তোমার কুমারগত প্রাণ ! কুমারসেন এ সংসারে সব চেয়ে বন্ধু সে আমার, আজন্মের সখা । আপনার প্রাণ দিয়ে আড়াল করিয়া, চাহে সে রাখিতে মোরে নিরাপদে। অতি বৃদ্ধ ক্ষীণ জীর্ণ দেহ, কেমনে সে সহিবে যন্ত্রণা ? আমি হেথা সুখে আছি লুকায়ে বসিয়া । >bra)