পাতা:কাব্যগ্রন্থ (ষষ্ঠ খণ্ড).pdf/২৬৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রথম অঙ্ক পূজা ; দেবতার আজ্ঞা পালন করিতে রাজা বিপ্ৰ সকলেরি আছে অধিকার । భీడా গুণবতা ভক্ষা—ভিক্ষা চাই । একান্ত মিনতি করি চরণে তোমার প্রভু ; চিরাগত প্রথা চিরপ্রবাহিত মুক্ত সমীরণসম, নহে তা রাজার ধন,—তা’ ও জোড়করে সমস্ত প্রজার নামে ভিক্ষা মাগিতেছে মহিষী তোমার । প্রেমের দোহাই মান’ প্রিয়তম । বিধাতা ও করিবেন ক্ষমা প্রেম-অাকমণবশে কর্তব্যের ক্রটি । গোবিনদমাণিকা এই কি উচিত মহারাণী ? নীচস্বাথ, নিষ্ঠর ক্ষমতাদপ, অন্ধ অজ্ঞানত, চিররক্তপানে স্ফীত হিংস্ৰ বৃদ্ধ প্রথা, সহস্ৰ শত্রুর সাথে একা যুদ্ধ করি : শ্রান্তদেহে আসি গুহে নারাচিত্ত হ’তে অমৃত করিতে পান ; সেথাও কি নাই দয়া-সুধা ? গুহমাঝে পুণ্য প্রেম বহে তা’রে সাথে মিশিয়াছে রক্তধারা ? এত ミ(? >