পাতা:কাব্যগ্রন্থ (ষষ্ঠ খণ্ড).pdf/১১৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

তৃতীয় অঙ্ক চন্দ্রসেন কে বসিয়াছিল, রাণি, কিসের লাগিয়া ? রেবর্তী ছি, ছি, আবার ছলনা ? লুকাবে আমার কাছে ? কোন অভিপ্রায়ে এতদিন কুমারের দাওনি বিবাহ ? কেনবা সম্মতি দিলে ত্রিচুড় রাজ্যের এই অনায্য প্রথায় ? পঞ্চবষ ধরে’ কন্যার সাধনা ! চন্দ্রসেন 壘 ধিক্ ! চুপ কর রাণী— কে বোঝে কাহার অভিপ্রায় ? রেবর্তী তবে, বুঝে দেখ ভালো করে” । যে কাজ করিতে চাও জেনে শুনে কর । আপনার কাছ হ’তে রেখো না গোপন করে’ উদেশ্য আপন । দেবতা তোমার হ’য়ে অলক্ষ্য-সন্ধানে করিবে না তব লক্ষ্যভেদ । নিজ হাতে উপায় রচনা কর অবসর বুঝে । Σ ο (ζ