পাতা:কাব্যগ্রন্থ (তৃতীয় খণ্ড).pdf/১৯৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

স্বর-তরঙ্গ যত গ্রহ তারা ছুটিছে শূন্যে উদ্দেশহারা,— সেথা হ’তে টানি লব গীতধারা ছোট এই বঁাশরীতে । ধরণীর শ্যাম করপুটখানি ভরি’ দিব আমি সেই গীত আনি’, বাতাসে মিশায়ে দিব এক বাণী মধুর অর্থভরা । নবীন আষাঢ়ে রচি’ নব মায়। একে দিয়ে যাব ঘনতর ছায়া, করে দিয়ে যাব বসন্তকায়া বাসন্তীবাস পরা । ধরণীর তলে, গগনের গায়, সাগরের জলে, অরণ্য ছায় আরেকটুখানি নবীন আভায় রঙীন করিয়া দিব । ংসারমাঝে দুয়েকটি স্বর রেখে দিয়ে যাব করিয়া মধুর, দুয়েকটি কাটা করি দিব দূর তা’র পরে ছুটি নিব । সুখহাসি আরো হবে উজ্জ্বল, সুন্দর হবে নয়নের জল, >b^○