পাতা:কাব্যগ্রন্থ (তৃতীয় খণ্ড).pdf/১৪৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

নাচে ছয় ঋতু না মানে বিরাম, বাহুতে বাহুতে ধরিয়া, শ্যামল, স্বর্ণ, বিবিধ বর্ণ নব নব বাস পরিয়া । চরণ ফেলিতে কত বনফুল ফুটে ফুটে টুটে হইয়া আকুল, উঠে ধরণীর হৃদয় বিপুল হাসি ক্রনদনে ভরিয়া । পশু বিহঙ্গ কীট পতঙ্গ জীবনের ধারা ছুটিছে। কি মহা খেলায় মরণ বেলায় তরঙ্গ তা’র টুটিছে। কোনোখানে আলো কোনোখানে ছায়া, জেগে জেগে ওঠে নব নব কায়া,