পাতা:কাব্যগ্রন্থ (ষষ্ঠ খণ্ড).pdf/১২৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

তৃতীয় অঙ্ক দ্বিতীয়া তোর গান রেখে দে ! এক একবার মন কেমন হন্ত করে উঠছে । মনে পড়চে কেবল একটি রাত আলো, হাসি, বঁশি, আর গান। তা’র পরদিন থেকে সমস্ত অন্ধকার ! প্রথম কাদবার সময় ঢের আছে বোন । এই দুটো দিন একটু হেসে আমোদ করে” নে । ফুল যদি না শুকোত তা হ’লে আমি আজ থেকেই মালা গাৰ্থতে বস্তুম | দ্বিতীয়া আমি বাসরঘর সাজাব । প্রথম আমি সখীকে সাজিয়ে দেব । ততীয়া আর, আমি কি করব ? 2 | ওলো, তুই আপনি সাজিস। দেখিস যদি যুবরাজের মন ভোলাতে পারিস। তৃতীয়া তুই ত ভাই চেষ্টা করতে ছাড়িস্নি। তা তুই যখন পারলিনে তখন কি আর আমি পারব? ওলো, আমাদের > రిసా