পাতা:কাব্যগ্রন্থ (তৃতীয় খণ্ড).pdf/১৭৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পুরস্কার সে দিন বরষা ঝরঝর ঝরে কহিল কবির স্ত্রী— “রাশি রাশি মিল করিয়াছ জড়, রচিতেছ বসি’ পুথি বড় বড়, মাথার উপরে বাড়ি পড়-পড় তার খোজ রাখ কি । গাথিছ ছন্দ দীর্ঘ হ্রস্ব, মাথা ও মুণ্ড, ছাই ও ভস্ম, মিলিবে কি তাহে হস্তী অশ্ব, না মিলে শস্যকণা ৷ অন্ন জোটে না, কথা জোটে মেলা, । নিশিদিন ধরে এ কি ছেলেখেলা, ভারতীরে ছাড়ি ধর এই বেলা লক্ষনীর উপাসনা । ওগো ফেলে দাও পুথি ও লেখনী, যা করিতে হয় করহ এখনি, এত শিখিয়াছ এটুকু শেখনি . কিসে কড়ি আসে দুটো ।” > Qa)