পাতা:কাব্যগ্রন্থ (তৃতীয় খণ্ড).pdf/১৩৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সোনার তরী কনক-মণি-পত্রিপুটে, সুরভি ধূপ-ধূম্ৰ উঠে, গুরু অগুরু-গন্ধ ছুটে, পরাণ উঠে মাতি । যাপন করি অন্তহীন রাতি । নিদ্রাহীন বসিয়া এক চিতে চিত্ৰ কত একেছি চারি ভিতে । স্বপ্নসম চমৎকার কোথাও নাহি উপমা তা’র কত বরণ, কত আকার কে পারে বরণিতে, চিত্র যত একেছি চারিভিতে । স্তম্ভগুলি জড়ায়ে শত পাকে নাগবালিকা ফণা তুলিয়া থাকে । উপরে ঘিরি’ চারিটি ধার দৈত্যগুলি বিকটাকার, মাথায় ধরি’ রাখে । নাগবালিকা ফণা তুলিয়া থাকে > చిరి